ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৩৩ পিএম

প্রতীক হিসেবে শাপলা না দিলে ধানের শীষ বাদ দেওয়ার যে দাবি তুলেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি, তা নিয়ে মুখ খুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ভাই আমরা তো তোমাদের (এনসিপি) মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

ফখরুলের প্রশ্ন, ‘অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন?’ তার দাবি, ‘কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে। ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরা চলে যেতে বাধ্য হবে।’

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে বিএনপির মূল লক্ষ্য: ফখরুল

আজ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে বিএনপি মহাসচিব। 

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জহাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, ‘কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন।’

গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন জরুরী: তারেক রহমান

তার দাবি, গণতন্ত্রের জন্য বিএনপি সমগ্র সময় ধরে লড়াই করেছে। বাংলাদেশের মানুষই গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে, ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই।’

ফখরুল আরও বলেন, ‘কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।’

এখন গণভোট আয়োজন জাতীয় নির্বাচনকে পেছানোর প্রয়াস: সালাহউদ্দিন আহমদ

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর দলের পক্ষে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইসির সামনে দুটো পথ খোলা আছে। ধানের শীষ, সোনালী আঁশ বাদ দিতে হবে, না হলে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।’

আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘শাপলা প্রতীকের ব্যাপারে সিইসির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   এনসিপি   মির্জা ফখরুল   নির্বাচন কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft