টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু কবে, জানা গেল
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:২৯ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৮:২৪ পিএম

দেশব্যাপী টাইফয়েড নিয়ন্ত্রণে আগামী ১২ অক্টোবর থেকে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘টাইফয়েড জ্বর শিশুদের জন্য এক নীরব ঘাতক। প্রতি বছর শত শত শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অনেকে স্থায়ী জটিলতায় ভুগছে। অথচ একটি মাত্র টিকা এই বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। তাই সরকার আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৫ কোটি শিশুকে নিরাপদ ও কার্যকর টিকা বিনামূল্যে প্রদান করতে যাচ্ছে।’ 

তিনি বলেন, মাসব্যাপী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে একটি করে টাইফয়েড টিকা দেওয়া হবে।এক ডোজ টাইফয়েড টিকাই জীবন বাঁচাতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ‘টাইফয়েড জ্বরের চিকিৎসায় ব্যবহৃত অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করছে না। ওষুধ প্রতিরোধী টাইফয়েড একটি বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।তাই টিকাই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি (মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমসহ) শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে টিকা পাবে। স্কুলবহির্ভূত শিশুদের দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে।’

সুবিধাবঞ্চিত শিশুদের (যেমন পথশিশু, বেদে পল্লী, চা বাগান, যৌনপল্লী, এতিমখানা, উন্নয়ন কেন্দ্রের শিশু) জন্য থাকবে বিশেষ টিকাদান ব্যবস্থা। অন্যান্য টাইফয়েড টিকার তুলনায় এটি উন্নততর, অধিক কার্যকর ও নিরাপদ বলেও জানান তিনি। 

পাকিস্তান, নেপাল, এবং ভারতের মুম্বাইতে এই টিকা সফলভাবে ব্যবহার হয়েছে জানিয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘টিকা দেওয়ার পর হালকা জ্বর, ক্লান্তি, বা ইনজেকশনের স্থানে ব্যথা হতে পারে। তবে এটি অস্বাভাবিক নয় এবং দ্রুত সেরে যায়।’ 

শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, শিশুদের সুরক্ষায় এক ডোজ টাইফয়েড টিকা নিশ্চিত করি। গড়ে তুলি একটি সুস্থ, সমৃদ্ধ বাংলাদেশ।’

গুজবে সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন,‘কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তাই গুজবে কান না দিয়ে, টিকা সম্পর্কে তথ্য পেতে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।’

জ/উ
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোম যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের
জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে রাতের ঢাকা ঘুরে দেখলেন খালেদা জিয়া

জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে রাতের ঢাকা ঘুরে দেখলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল রাতে তার স্বামী, দলের প্রতিষ্ঠাতা, সাবেক
নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে: আলী রীয়াজ

নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে: আলী রীয়াজ

আগামী ১৫-১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চাই। আজ বুধবার দুপুরে রাজধানীর
আমাদের যেন দাসত্ব করতে না হয়: প্রধান উপদেষ্টা

আমাদের যেন দাসত্ব করতে না হয়: প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে স্বনির্ভর করার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যেন নিজেরা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft