আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:২৩ পিএম

ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মোগওয়ে সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা বাংলাদেশ ও বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রফেসর ইউনূস মিসেস মোগওয়েকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং দেশের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘‘গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আমি অনেক আন্তর্জাতিক মানবাধিকারকর্মীর সঙ্গে দেখা করেছি। দেশ যখন একটি সংকটময় সময় এগিয়ে আসছে, তখন আমি তাদের সবাইকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছি।’’

প্রফেসর ইউনূস বলেন, ‘‘প্রতিটি সফর অবহেলিত বিষয়গুলো তুলে ধরতে সহায়তা করে এবং আমাদের লক্ষ্য নির্ধারণ করতে বাধ্য করে।’’

তিনি তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও বলেন এবং ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতি তাদের অভিন্ন প্রতিশ্রুতির কথা স্মরণ করেছিলেন।

বৈঠকে গাজার মানবিক সংকট নিয়েও আলোচনা করেন তারা। মিসেস মোগওয়ে গাজার জনগণকে সমর্থন করার জন্য এফআইডিএইচের চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন এবং অধ্যাপক ইউনূসের দৃঢ় সংহতির প্রশংসা করেন।

তিনি মানবাধিকার ও গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখার জন্য প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘‘কঠিন পরিস্থিতিতে আপনারা অসাধারণ কাজ করছেন।’’

১৫ বছরের স্বৈরাচারী শাসনের প্রতিফলন, পূর্ববর্তী বাংলাদেশ প্রশাসনের অধীনে জোরপূর্বক গুম এবং ভিন্নমত বন্ধ করার বিষয়ে

মোগওয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান গতির কথাও স্বীকার করেন।

তিনি বলেন, তরুণরা পরিবর্তনের জন্য প্রবল আকাঙ্ক্ষা দেখাচ্ছে এবং তিনি বাংলাদেশকে তার চিন্তাভাবনা এবং সকালের প্রার্থনায় স্মরণ করেন।

বেসরকারি সংস্থা অধিকারের জ্যেষ্ঠ গবেষক তাসকিন ফাহমিনাও বৈঠকে উপস্থিত ছিলেন।

জ/উ
কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান

কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি ৬৯ উপসচিবকে পদায়ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি ৬৯ উপসচিবকে পদায়ন

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা ৬৯ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে বদলি পূর্বক পদায়ন করেছে
আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই : সিইসি

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই : সিইসি

কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)
প্রত্যাহার না করে ধৈর্য্য ধরলে অনেকেই পরিচালক হতে পারতেন : ক্রীড়া উপদেষ্টা

প্রত্যাহার না করে ধৈর্য্য ধরলে অনেকেই পরিচালক হতে পারতেন : ক্রীড়া উপদেষ্টা

বিসিবি নির্বাচনের প্রাক্কালে রাতে এক ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, "প্রথম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের (এফআইডিএইচ)   অ্যালিস মোগওয়ে   প্রধান উপদেষ্টা   অধ্যাপক মুহাম্মদ ইউনূস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft