রাজধানীতে ঝটিকা মিছিল ও প্রস্তুতিকালে আ.লীগের ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম

রাজধানীর রমনা ও গুলশান থানা এলাকায় ঝটিকা মিছিল করার সময় ও মিরপুরের দারুস সালামা থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জানা যায়, রাজধানীর রমনা থানা এলাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগের নেতা-কর্মী ও অনুসারীরা। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক’শ নেতাকর্মী। এর মধ্যে একটি মোটারসাইকেলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। অপরদিকে, গুলশান থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

পূবালী ব্যাংকে হাসিনার গোপন লকার জব্দ

গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে রমনা থানা এলাকায় ঝটিকা মিছিল শেষ হওয়ার পর একটি মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। অপরদিকে, একই সময় গুলশান থানা পুলিশ মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এই দুই থানার গ্রেপ্তারকৃতরা হলো, মো. মাইন উদ্দিন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), মো. রাব্বি (২৯), মো. সোহেল হাসান রাফি (২৯), আরিফ (২৩), নাদিম (১৯), মো. শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), মো. জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), মো. রানা (১৯) ও মো. নাজমুল (১৯)।

বাংলামোটরে ঝটিকা মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। আমরা দুপুর ২টার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি। আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যাই। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছিল বলে জানান তিনি।

সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানার জামিন

পুরাতন এলিফ্যান্ট রোডের বোরাক টাওয়ারের এক কর্মচারী জানান, হঠাৎ দেখি ‘হাজারখানেক’ লোক ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগান দিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে। ওই মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ ইত্যাগি স্লোগান দিচ্ছিল তারা।

এ প্রসঙ্গে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। ওই মিছিল থেকে পুলিশ একটি মোটর সাইকেলসহ ৬ জনকে আটক করেছে বলে জানান তিনি।

অপরদিকে, রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ।

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে দারুস সালাম থানা এলাকার টেকনিক্যাল মোড়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আল আমিন (৩২), মো. সোহাগ মাঝি (৩৮), মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আবদুল আলীম (২২)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   আওয়ামী লীগ   স্লোগান   মিছিল   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft