প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষ এই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনসহ মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পরীক্ষা দিতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী, অর্থাৎ প্রতি শূন্য পদের বিপরীতে প্রায় ১৪ জন আবেদন জমা পড়েছে।
তবে পরীক্ষা শেষে প্রার্থীদের উপস্থিতির হার বা কেউ অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পিএসসি। এ বিষয়ে কেন্দ্র থেকে তথ্য আসার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
বিশেষ এ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে আজ অনুষ্ঠিত হয় ২০০ নম্বরের এমসিকিউভিত্তিক লিখিত পরীক্ষা, যার সময় ছিল দুই ঘণ্টা। পরীক্ষায় মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন ছিল। সাধারণ বিষয়ের মধ্যে ছিল বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তি (১০)।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।বাংলাদেশের পর্যটন
পিএসসির প্রকাশিত সাম্প্রতিক রোডম্যাপ অনুযায়ী, আগামী ২১ জুলাই সোমবার ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে ফল প্রস্তুত থাকলে এর আগেও প্রকাশের সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত নম্বর ১০০।
চিকিৎসক সংকট নিরসনে দ্রুত এই বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী পিএসসি। তাই ফল দ্রুত প্রকাশ এবং নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কমিশন।