দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত থাকবে না: সারজিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৪:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা দেখতে চাই।

আজ সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সংবাদকর্মীদের সামনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, আমরা দেখে এসেছি যে, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশিশক্তির অপব্যবহার করা হয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। কেউ যেন কারও দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়।

এসময় জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক তানভিরুল বারি নয়নসহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাসনাত আব্দুল্লাহসহ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ফুটপাতের একটি দোকানে চা-পানসহ নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে সারজিস আলম বলেন, যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা এবং তাদের যারা দোসর ছিলেন, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে ওঠায় সহযোগিতা করেছেন, তাদের সামগ্রিক বিষয়ে আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft