শুক্রবার ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
 

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১০
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, গাজার একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) ভোরে ধ্বংসস্তূপ থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই স্কুলটিতে ঘরছাড়া অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তাবুগুলো দাউ দাউ করে জ্বলছে।

সিভিল ডিফেন্স আরও জানায়, গাজা সিটির তুফ্ফাহ এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির জরুরি সহায়তা চেয়েছে। কিন্তু ইসরায়েলি বাহিনী অঞ্চলটিকে ‘নো-গো জোন’ ঘোষণা করায় উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

এছাড়াও বুধবার সকালে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরায়েলি হামলায় আরও একজন শিশুসহ দুইজন নিহত হয়েছে বলে আল জাজিরা গণমাধ্যম সূত্রে জানা গেছে।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি ‘নিরাপদ অঞ্চল’-এও ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft