বুধবার ৭ মে ২০২৫ ২৪ বৈশাখ ১৪৩২
 

দুই রানের ব্যবধানে দুই ওপেনারকে হারাল টাইগাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ২:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা শুরুটা আশাজাগানিয়া করলেও দুই রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায়। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে হাল ধরেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে বাংলাদেশ। মুমিনুল ১৫ ও শান্ত ২৮ রানে অপরাজিত আছেন।

আজ রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান তোলেন দুই মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে ভিক্টর নিয়াউচির পর পর দুই ওভারে ফেরেন দুজনেই। জয় ১৪ ও সাদমান ১২ রান করেন।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, বিলেসিং মুজারবানি, ভিক্টর নিয়াউচি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft