শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ৪ বৈশাখ ১৪৩২
 

আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

ঢাকায় আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণে মানবেন্দ্রের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শেখ হাসিনার মুখাকৃতি বানাননি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। জাহিদ মালিকের অনুসারী আওয়ামী সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে স্থানীয় অনেকে মনে করছেন।

আগুনে মানবেন্দ্রের বাড়ির একটি ঘর প্রায় পুরোটা পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ সেখানে জনসাধারণের উপস্থিতি সীমিত করে রেখেছে। এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে মানবেন্দ্র ঘোষ বলেন, ‘পহেলা বৈশাখে আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। আজ দুর্বৃত্তরা আমার বাড়িতে আগুন দিয়েছে। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আগুনে একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft