শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

শিক্ষক প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের প্রত্যাহারের দাবিতে চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করে।

জানা যায়, চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি স্কুলের গণিত বিভাগের শিক্ষক মোতাহার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। ওই শিক্ষককে প্রত্যাহারের দাবি জানিয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করে শিক্ষার্থীরা।

কিন্তু স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে প্রত্যাহার না করায় বুধবার বেলা ১১ টার দিকে  ক্লাস বন্ধ রেখে পাশে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

পরে সড়ক অবরোধ করে ঐ শিক্ষকের প্রত্যাহার দাবি করে তারা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষকের প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft