রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

রাণীশংকৈলে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ রংপুর। মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি প্রস্থ ৬.৫ ইঞ্চি, ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। এসময় আকবর আলী (৫০) নাম এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাচোর ইউয়িনের চোপড়া গ্রামের আকবর আলীর বাড়ি থেকে মূর্তিসহ তাকে আটক করা হয়। আটক আকবর আলী চোপড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। 

র‍্যাব-১৩ সূত্র জানায়, ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ নীলফামারী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি অপারেশন দল সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আকবর আলীকে আটক করা হয়। 

এসময় আকবর আলীর কাছে থাকা একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি  মুহাঃ আরশেদুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft