শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ ১৬ মাঘ ১৪৩১
 

বিপিএল ২০২৫
সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছে চিটাগং কিংস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

বিপিএলের ৪০তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং কিংস। এই ম্যাচে আগে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছে মিথুন-শামীমরা।

আজ বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চিটাগং। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন পারভেজ ইমন। ৫ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক।

এরপর চিটাগং শিবিরের হাল ধরেন খাজা নাফি ও মোহাম্মদ মিথুন। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পা করে চিটাগং। ২৭ বলে নাফি এবং ৩৫ বলে ফিফটি তুলে নেন মিথুন। ফিফটি পূরণের পিচে থাকতে পারেনি তারা।

৩০ বলে ৫২ রান করে নাফি এবং ৩৮ বলে সমান রান করে ফেরেন চিটাগং অধিনায়ক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হায়দার আলী। ৭ বলে ৯ রান করেন তিনি। ২ বলে ৪ রান করেন রাহাতুল ফেরদৌস। তবে ব্যাট চালাতে থাকেন শামীম পাটোয়ারী ও খালেদ আহমেদ।

২৩ বলে ৩৮ রান করে ২০তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন শামীম। এতে খালেদের ১৩ বলে অপরাজিত ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও সামিউল্লাহ শিনওয়ারি ও রুয়েল মিয়া দুটি করে উইকেট নেন। আর সুমন খান নেন এক উইকেট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft