বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ ১৬ মাঘ ১৪৩১
 

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৪০
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:২১ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ৪০-এ গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ বুধবার ভারতীয় পুলিশের তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মর্গে এখন পর্যন্ত ৪০টি মরদেহ এসেছে। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়বে।

এদিকে পদদলিত হওয়ার ১২ ঘণ্টা অতিবাহিত হলেও হতাহতের এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ‘পবিত্র’ নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র বলেন, ‘আরও মরদেহ আসছে মর্গে। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তা ভৈবভ কৃষ্ণা বলেন, ‘কতজন মারা গেছে তা এখনো নিশ্চিতভাবে বলে যাচ্ছে না।  মানুষের ভিড় ব্যবস্থাপনায় আমরা কাজ করছি।’ ড্রোন ফুটেজে দেখা যায়, লাখ লাখ পুণ্যার্থী কাঁধে কাঁধ মিলিয়ে ভোরের আলো ফোটার আগেই মহা কুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে স্নানের জন্য আসছে।

পদদলনের পরের ভিডিওতে দেখা যায়, নিহতদের স্ট্রেচারে তুলে নেয়া হচ্ছে, অনেকে মাটিতে বসে কাঁদছেন, আর অন্যরা তীব্র ভিড় থেকে পালানোর চেষ্টা করার সময় ফেলে যাওয়া জিনিসপত্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি অনেকগুলো মরদেহ দেখতে পেয়েছেন এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স নদীর তীরে দ্রুত ছুটে যাচ্ছিল। ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, আমি দেখেছি অনেক শিশু ও নারী হারিয়ে যাচ্ছিল এবং সাহায্যের জন্য চিৎকার করছিল। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কার্যক্রম চালাতে একটি বিশেষ ইউনিট মোতায়েন করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের সবচেয়ে বড় মানবসমাবেশ এই হিন্দু উৎসবে গত দুই সপ্তাহে ইতোমধ্যে প্রায় ১৪৮ মিলিয়ন মানুষ অংশ নিয়েছেন। কর্মকর্তারা আশা করেছিলেন, এবার প্রায় ১০০ মিলিয়ন মানুষ এই পবিত্র স্নান করতে আসবেন। যেহেতু এটি একটি বিরল আকাশগঙ্গা অ্যালাইনমেন্টের কারণে সবচেয়ে শুভ দিন, যা ১৪৪ বছর ধরে চলে আসছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft