বুধবার ১২ মার্চ ২০২৫ ২৬ ফাল্গুন ১৪৩১
 

নাশকতা মামলায় মানিকগঞ্জের সাবেক কাউন্সলর সুভাষ সরকার গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ন

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ (নাশকতা) মামলায় জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী সদস্য সুভাষ চন্দ্র সরকার (৬৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের নগরভবন এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত সুভাষ চন্দ্র সরকার মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী সদস্য।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগষ্ট সকালে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ওই ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোটেক মুরাদ হোসেন বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নাশকতার মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিম মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ৯১জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft