বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

নেত্রকোনা পূর্বধলায় ইউএনও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:৪০ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো: খবিরুল আহসানের বদলি প্রত্যাহার চেয়ে রেললাইন অবরোধ ও মানববন্ধন করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন অবরোধ করে ৪০ মিনিট আটকে রাখে।

পরে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ গিয়ে অবরোধকারীদের রেললাইন থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও অবরোধ কারীরা সরে যেতে রাজি হয়নি। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ১ দিনের সময় চাই পরে তার আশ্বাসে আন্দোলনকারীরা আজকের মত আন্দোলন স্থগিত করে।

এর আগে ৫ ডিসেম্বর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান কে বারহাট্রা উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত বছরের ৩০ অক্টোবর ২০২৩ পূর্বধলায় ইউএনওর দায়িত্ব পান মো: খবিরুল আহসান। তার বদলির খবর শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ  উপজেলাজুড়ে বদলির প্রত্যাহারের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কেন বর্তমান ইউএনও মো. খবিরুল আহসানের বদলি বাতিল ও পূর্বধলায় পুন:বহাল চাই? কারণ আমরা দেখেছি উনি আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে৷ খবিরুল আহসানের অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। উনার সময়ে এলাকার খেলাধুলায় একধরনের পুর্নজাগরণ হয়েছে। ক্রীড়াসামগ্রী পেয়েছে সবাই, অসংখ্য টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা নিয়েও তরুণদের দুশ্চিন্তায় পড়তে হয় নাই। আর পূর্বধলাবাসীর বিনোদন ব্যবস্থা উন্নত করতে ইউএনও কী কী করছেন তা সবাই দেখছেন।

তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। কিন্তু সরকারি নিয়মে একটানা সর্বোচ্চ ৩ বছর একই উপজেলায় কর্মরত থাকার সুযোগ পান ইউএনওরা। খবিরুল আহসানের সর্বোচ্চ মেয়াদ পূর্ণ হতে আরও ২ বছর বাকি। জনতার চাওয়া, তিনি মেয়াদ পূর্ণ করুন। অবহেলিত পূর্বধলাকে সঠিক দিকনির্দেশনা দিতে খবিরুল আহসানের মতো একজন অফিসার বর্তমানে খুব প্রয়োজন।

এসময় মানববন্ধনে আন্দোলনকারীরা পূর্বধলার ইউএনওর বদলি বাতিল করো, করতে হবে। খবিরুল স্যারের বদলি, মানি না, মানব না। কুচক্রিদের সুপারিশে, বদলি হবে না স্লোগান দেয়।

মানববন্ধনে পূর্বধলা রেডলাইনের টুর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সাকিব আব্দুল্লাহ্'র উপস্থাপনায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আবদুল মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম,পূর্বধলা হেল্প লাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু শোয়েব হাসান, রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সোনার বাংলা ক্রীড়া সংঘের তাইজুল ইসলাম, যুব উন্নয়ন সংঘের সাবেক সভাপতি সুলেমান কবির পাপ্পু, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি আবু তালহা, সূর্য তরুণ স্পোটিং ক্লাবের সহ-সভাপতি আল-আমিন, পূর্বধলা হেল্প লাইনের মডারেটর আলমগীর কবির, বাট্রা বাজার স্পোর্টিং ক্লাবের শাহরিয়ার নোমান খান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft