রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১
 

আসতে পারে ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ন

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ তাণ্ডব চালিয়ে শনিবার রাতে ভারতের উত্তর তামিলনাড়ু হয়ে উপকূল অতিক্রম করেছে। এর রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ রোববার (১ ডিসেম্বর) ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ডিসেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে চলতি মাসে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সামগ্রিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। অন্যদিকে চলতি ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া ডিসেম্বর জুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft