রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

ভারতের মিডিয়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

হাসিনা সরকারকে দিয়ে ভারত সরকার বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছিলো। ভারতের মিডিয়া নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে সংবাদ প্রচার করে ভারতের মিডিয়া সাম্প্রদায়িক উস্কানি দেয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এসময় রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া কেউ বাংলাদেশে রাজনীতি করুক পার্শ্ববর্তী দেশ কখনও চায় না। বাংলাদেশকে নিয়ে ভারতের উগ্রবাদী হিন্দুরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নির্যাতন, নিপীড়ন, হামলা ও মামলার শিকার হচ্ছে। খ্রিস্টানরাও নির্যাতনের শিকার হচ্ছে। ২০০’র বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। যা হয়েছে তা শেখ হাসিনার আমলে। হামলা-মামলা শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে। কিছু হিন্দু জঙ্গি আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে৷ এ নিয়ে ভারতের কোন মাথাব্যথা নাই। উল্টো মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

পিলখানায় হত্যা, শাপলা চত্বরে হামলা এসব নিয়ে ভারত প্রতিবাদ করেনি বরং এগুলোকে বৈধতা দিয়েছে ভারত। বিশ্বজিতকে যেভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে ভারত কোনো প্রতিবাদ করেনি। তিনটি ভোটারবিহীন নির্বাচন নিয়ে কোন কথা বলেনি ভারত, উল্টো এসবকে বৈধতা দিয়েছে ভারত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য-বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির ওপর দায় চাপানো দুঃখজনক।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেকসহ সব আসামি খালাস২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেকসহ সব আসামি খালাস
তারেক রহমানসহ অন্যান্যরা ন্যায় বিচার পেয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft