সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১ ফাল্গুন ১৪৩১
 

ইসকন নিষিদ্ধের ব্যাপারে বিএনপি'র প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের হামলায় চট্টগ্রামে বিএনপি-জামায়াতপন্থী এক আইনজীবী নিহত হন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

এমন পরিস্থিতিতে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি বিএনপির প্রেস বিজ্ঞপ্তি। এতে দাবি করা হয়, বিএনপি ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। 

গত ২৭ নভেম্বর ‘Md Mostafizur Rahman’ নামক অ্যাকাউন্ট থেকে বিজ্ঞপ্তির ছবিটি পোস্ট করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘বিএনপিকে ধন্যবাদ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য, ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি।’

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিটি আসল নয় বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশ। তারা বলছে, বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে এটি প্রচার করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিবৃতিটি ভুয়া বলে জানিয়েছেন।

তিনি বলেন,  এটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলকভাবে একটি পক্ষ প্রচার করা হচ্ছে।

এছাড়া বিএনপির একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে ফেসবুকে প্রচারিত আলোচ্য বিজ্ঞপ্তিটির ফন্টের পার্থক্য রয়েছে। অর্থাৎ বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। সুতরাং সামাজিক মাধ্যমে বিএনপির নামে ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft