বুধবার ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

গাজীপু‌রের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারাটেক্স ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বুধবার সকাল সাড়ে আটটা দিকে স্থানীয় খাঁপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।

এসময় প্রায় দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন তারা।


আন্দোলনরত শ্রমিকরা জানান, দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না তারা। মালিক পক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়ে তা পরিশোধ করছে না। এদিকে পাওনা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। বাড়ির মালিক, দোকানদারদের চাপে বেসামাল পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা। এ অবস্থায় বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন আন্দোলনরত শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন কারখানার সামনে অবস্থান করছেন তারা। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ মোতায়ান আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপু‌র   টঙ্গী   ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft