বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন    ‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট    ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার    সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়লেন লঙ্কান ক্রিকেটাররা    মারা গেছেন ডোরেমন-এর কিংবদন্তি ডাবিং আর্টিস্ট    স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল    তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ   
তোমারে দেখিবার মনে চায়…
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন

পরীমণির মনে মেঘ জমলে বাজ পড়ে ফেসবুকে। রোদ উঠলেও ঝলমল করে ওঠে তার সোশ্যাল হ্যান্ডেল। মোদ্দাকথা এ লাস্যময়ীর কিছু হলে আঁচ পাওয়া যায় সামাজিক মাধ্যমে।

কদিন ধরে ফেসবুকে চোখ বুলিয়ে বোঝা যাচ্ছে নায়িকার মন উড়ু উড়ু। স্থিরচিত্র ও ভিডিওতে দুষ্টু মিষ্টিভাবে মেলে ধরছেন নিজেকে। হেসে ছড়াচ্ছেন হাওয়ার মিঠাইয়ের মুগ্ধতা। কখনও ফুলের রাজ্যে দুলে উঠছেন। দেখে মনে হচ্ছে ডানা মেলে উড়ুছে রঙিন কোনো প্রজাপতি। আর ভিডিওতে তো নিচ্ছেন কাশফুলের নরম ছোঁয়া। 

ছবিতে মুগ্ধতা ছড়িয়ে নায়িকা ক্যাপশনে উসকে দিয়েছেন কৌতূহল। গতকাল শনিবারের ছবির ক্যাপশনে তুলে দিয়েছেন নচিকেতার গানের কয়েক লাইন। ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি/তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/তুমি আসবে বলেই।’

আর আজ তো দিয়েছেন ক্বারী আমির উদ্দিনের লেখা একটি লোকজ গানের চরণ। সেটা এরকম, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।’

গতকালের ক্যাপশন দেখে-ই নড়েচড়ে বসেছিলেন নেটাগরিকরা। আজকের লাইনগুলো তাদের নাড়িয়ে দিয়েছে। রীতিমতো ভ্রু কুচকে ভাবছেন কারে দেখিবার মন চায় পরীর? তবে কি ডানা কাটা পরীর ঘাটে নাও ভিড়িয়েছে নতুন সওদাগর। তার আগমন ঘণ্টাই কি নেট পাড়ায় বাজাচ্ছেন লাস্যময়ী? 

তবে বিষয়টি রহস্যমণ্ডিত-ই রয়ে গেছে। কেননা ইঙ্গিত দিয়েই ক্ষান্ত হয়েছেন নায়িকা। বিস্তারিততে যাননি। তাই ধোঁয়াশায় থাকতে হচ্ছে অনুসারীদের। অবশ্য লাস্যময়ীরা একটু আধটু রহস্য করবেন এটাই স্বাভাবিক। এতে যেন সৌন্দর্য বাড়ে তাদের। 

হাতে একগুচ্ছ কাজ পরীমণির। ব্যস্ত রয়েছেন টলিউডের একটি ছবি নিয়ে। ‘ফেলু বক্সী’ নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft