বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার    দীর্ঘদিন ফল সতেজ থাকবে যে উপায়ে    ঢাকায় জিকা ভাইরাস রোগী শনাক্ত    ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭    প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি    নগ্ন দৃশ্য ফাঁস নিয়ে মুখ খুললেন দক্ষিণি অভিনেত্রী    ঢাকার পাশের ১০ লাখ পোশাকশ্রমিক পাবেন টিসিবির পণ্য   
ইলেকট্রিক বাইক-স্কুটারে আগুন লাগলে যা করবেন
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ১:৪৫ অপরাহ্ন

ইলেকট্রিক বাইক ও  স্কুটারের ক্ষেত্রে একটি বড় ঝুঁকি হল আগুন লাগা। কারণ এই বাহন চলে ব্যাটারিতে। এতে থাকে বড় ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটর। তাই সামান্য গাফিলতি করলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু, কয়েকটি বিষয় মাথায় রেখে চললে এই দুর্ঘটনা এড়াতে পারবেন। অটোমোবাইল সংস্থা বাজাজ অটোর এই টিপসগুলো জেনে নিন।

সঠিক ভাবে চার্জ করুন
অতিরিক্ত চার্জিং করার ফলে ব্যাটারি গরম হয়ে যায় এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি কোম্পানির তরফ থেকে যে ক্ষমতা সম্পন্ন চার্জিং ইউনিট দেওয়া হয়েছে সেটাই ব্যবহার করুন। থার্ড পার্টি চার্জার এড়িয়ে চলুন। এছাড়াও সারারাত কখনও ইলেকট্রিক বাইক ও  স্কুটার চার্জিংয়ে বসানো উচিত না।

ব্যাটারি চেক করুন প্রতিদিন
বৈদ্যুতিক বাইক ও স্কুটারের ব্যাটারি, ওয়্যার এবং অন্যান্য যন্ত্রাংশ চেক করুন। স্কুটারে কোনও রকম ত্রুটি রয়েছে কিনা তা যাচাই করে তবেই সেটি চালানো উচিত। যদি কোনও ত্রুটি বা শর্ট সার্কিট থাকে তাহলে সেটি চালানো উচিত নয় এবং দ্রুত উপযুক্ত টেকনিশিয়ানের থেকে সারিয়ে নেওয়া উচিত।

সঠিক জায়গায় স্কুটার পার্ক করুন
বাইক, স্কুটার বা মোটরসাইকেল সঠিক জায়গায় পার্ক করা উচিত। সর্বদা তাপ, আগুনের উৎস থেকে দূরে সরিয়ে শীতল এবং শুষ্ক জায়গায় স্টোর করুন। কোনও রকম পেট্রোল বা দাহ্য পদার্থের সামনে স্কুটার রাখবেন না। এতে আগুন লাগার আশঙ্কা বেড়ে যায়।

বিমা করুন
ইলেকট্রিক বাইক ও স্কুটারের জন্য সঠিক বিমা বেছে নেওয়া উচিত। কারণ তাতে যদি আগুন লাগে বা কোনও রকম ক্ষতি হয় তাহলে বিমার অধীনে কভার পাওয়া যায়। আপনি যে বিমা নিচ্ছেন তাতে যদি এই সুবিধা থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।

গাইডলাইন মেনে চলুন
প্রত্যেক কোম্পানি তাদের ইলেকট্রিক বাইক ও স্কুটারের জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করে। যেমন চার্জিং টাইম, সর্বোচ্চ ওজন, গতি, সেফটি গিয়ার, ইত্যাদি। এই বিষয়গুলো সঠিক ভাবে মেনে চলা উচিত। কারণ আপনার তরফ থেকে কোনও গাফিলতি থাকলে তার দায় কোম্পানি নেবে না।

সেফটি গিয়ার
ইলেকট্রিক বাইক ও  স্কুটার চালানোর সময় সর্বদা সেফটি গিয়ার মূলত হেলমেট পরা উচিত। প্রয়োজনে হাত, হাঁটু সুরক্ষিত রাখার জন্য আলাদা সেফটি গিয়ার নিতে পারেন। পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft