বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের   
৭০০ উইকেট ক্লাবে প্রথম পেসার এন্ডারসন
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন


বিশ্বের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭শ উইকেট শিকার  ক্লাবের সদস্য হলেন  ইংল্যান্ডের জেমস এন্ডারসন। ধর্মশালায় ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের চতুর্থ ওভারে ক্যারিয়ারের ৭শ উইকেট পূর্ণ করেন ৪১ বছর বয়সী পেসার এন্ডারসন।

ভারতের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে এন্ডারসনের পরিসংখ্যান ছিলো- ১৮৬ ম্যাচে ৬৯৮ উইকেট। ৭শ উইকেট থেকে মাত্র ২ শিকার দূরে ছিলেন এন্ডারসন।

গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ভারতের শুভমান গিলকে শিকার করে উইকেট সংখ্যা ৬৯৯তে নিয়ে যান এন্ডারসন। আজ, তৃতীয় দিন ভারতের কুলদীপ যাদবকে আউট করেন ৭শ উইকেট পূর্ণ করেন এন্ডারসন।

এন্ডারসনের আগে টেস্টে ৭শ বা তার বেশি উইকেট শিকার করেছেন  দুই স্পিনার শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন ও অস্ট্রেলিয়ার প্রয়াত শেন ওয়ার্ন।

ক্যারিয়ারের ১১৩তম টেস্টে মুরালি এবং ১৪৪তম ম্যাচে ওয়ার্ন ৭শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এন্ডারসনের লাগলো ১৮৭ টেস্ট। 

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেট মালিক ১৩৩ ম্যাচ খেলা মুরালি। ১৪৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। মুরালি-ওয়ার্নের পরই আছেন এন্ডারসন।

টেস্ট ক্রিকেটে ৭শ উইকেট শিকারের ক্লাবে প্রথম নাম লেখান ওয়ার্ন। ২০০৬ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্নে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এন্ড্রু স্ট্রসকে শিকার করে টেস্টে প্রথম কোন বোলার হিসেবে ৭শ উইকেট নেন ওয়ার্ন। পরের বছরের জুলাইয়ে ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে ৭শ উইকেট  ক্লাবে প্রবেশ করেন মুরালি।

মুরালির ঐ কীর্তির ১৭ বছর পর তৃতীয় বোলার হিসেবে ৭শ উইকেট  ক্লাবে নাম লেখালেন এন্ডারসন। তবে প্রথম পেসার হিসেবে এই রেকর্ডের গর্বিত মালিক তিনি।

পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬০৪ উইকেট শিকার করেছেন গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft