প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ন
কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) চামড়া শিল্প নগরীর অন্যান্য সমস্যা সমাধানে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (৬ মার্চ) দুপুরে সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
সালমান এফ রহমান জানান, চামড়া শিল্প নগরীর সিইটিপি প্ল্যান্ট নিয়ে অসন্তোষ থাকায় চীনা ঠিকাদার কম্পানির বিল আটকে দেওয়া হয়েছে। সিইটিপির সমস্যা সমাধানসহ অন্যান্য অনিয়ম ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত ও তার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আগামী ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যবসায়ীদের কিছুটা ছাড় দিলেও পরবর্তীতে কঠোর থাকবে পরিবেশ মন্ত্রণালয় বলেও জানান তিনি।