বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
ইন্টার মিয়ামিকে শিরোপা এনে দিতে চায় সুয়ারেজ
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

মৌসুমের প্রথম ম্যাচেই জয়। গোল করতে না পারলেও দুটি গোলেই অবদান রেখেছেন মেসি। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তারা। যে কারণে লুইস সুয়ারেজ এই ম্যাচের পর জানিয়ে দেন, এবারের এমএলএসের শিরোপা জিতবে ইন্টার মিয়ামিই।

প্রথম ম্যাচে জয়ের পর লুইস সুয়ারেজ বলেন, ‘এই ক্লাবে আমার পর একটা ছাড়া আর কোনো প্রত্যাশা নেই আমার। গত বছরই ইন্টার মিয়ামি প্রথম কোনো শিরোপা (লিগ কাপ) জয় করেছিলো। এবার আমাদের একটাই ইচ্ছে, ক্লাবকে এমএলএসের শিরোপা উপহার দেয়া। যে শিরোপাটি তারা কখনোই জেতেনি।’

শিরোপা জয়কে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন সুয়ারেজরা। তিনি বলেন, ‘এটা এখন আমাদের সামনে একমাত্র চ্যালেঞ্জ। শুধু আমার জন্য নয়, আমার পুরো দলের জন্যই। গতবছর যে শিরোপাটা জয় করেছে, মিয়ামির জন্য এটা ছিল খুব গুরুত্বপূর্ণ। এবার সেই আত্মবিশ্বাসটাই আমরা কাজে লাগাতে চাই।’

গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে ১৪তম হয়ে শেষ করে ইন্টার মিয়ামি। শেষ মুহূর্তে এসে প্লে-অফ খেলতে পারেনি তারা। এবার সুয়ারেজ-মেসিদের লক্ষ্য, সব বাধা পেরিয়ে সর্বোচ্চ সাফল্য আদায় করে নেয়া।

গত মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে ৫৪ ম্যাচে ২৯ গোল করেন লুইস সুয়ারেজ। এবার মিয়ামিতে যোগ দেয়ার পর এখানে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে- সে সম্পর্কে ভালোভাবেই জানেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি এমএলএসকে বেশ ভালোভাবেই জানি এবং বুঝি। প্রতিটি দলই চায় শিরোপা জিততে। সবাই এখানে আসে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে। তাদের মধ্যে আমরাও একটি পক্ষ। আমরাও শিরোপার জন্য লড়াই করবো। সবাই এটা জানে এবং এ কারণেই বিষয়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft