শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মির্জা আব্বাসের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন ২৭ ফেব্রুয়ারি
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম আজ বুধবার এই আদেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুনানির জন্য সময় চেয়ে মির্জা আব্বাসের আইনজীবীরা আজ আদালতে আবেদন করেন। আদালত যুক্তিতর্ক শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, মামলায় রায় ঘোষণার জন্য গত ২৮ ডিসেম্বর তারিখ ধার্য ছিল। কিন্তু সেদিন আদালত রায় দেননি। রায় না দিয়ে মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত দেন আদালত।

এর আগে এই মামলায় গত ২২ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয়। তখন রায় ঘোষণার জন্য ৩০ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন আদালত। কিন্তু ৩০ নভেম্বর আদালত রায় ঘোষণা করেননি। রায় ঘোষণার জন্য ১২ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছিলেন আদালত। ১২ ডিসেম্বরও রায় ঘোষণা করা হয়নি। পরে রায় ঘোষণার জন্য ২৮ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছিল।

২০০৭ সালের ১৬ আগস্ট সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করে দুদক। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা এই মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৪ মে মির্জা আব্বাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

মির্জা আব্বাস বর্তমানে কারাগারে আছেন। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় করা মামলায় গত ৩১ অক্টোবর রাতে মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft