প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ জমজমাট হয়ে উঠছে। দুই মাসের ব্যবধানে ফের মুখোমুখি এই দুই দল।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার ব্লমফন্টেইনে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সর্বশেষ দেখায় ভারতকে হারিয়ে বেশ আত্নবিশ্বাসী বাংলাদেশ। তবে, বিশ্বকাপের মঞ্চ হওয়ায় সতর্কও বাংলাদেশ।
২০২০ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল যুবারা। এবারও শুরুটা ভারতকে হারিয়েই করতে চায় শিবলীরা। যদিও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে বাংলাদেশ যেহেতু সবশেষ দেখায় ভারতীয়দের হারিয়েছে, তাই বাংলাদেশকেও ফেবারিট মানতে হবে। সবশেষ পাঁচ দেখায় বাংলাদেশ-ভারতের সাফল্য প্রায় কাছাকাছি। তিন ম্যাচ ভারত জিতলেও বাংলাদেশেরও ছিল দুটি দাপুটে জয়।