প্রচণ্ড শীতে নাজেহাল জনসাধারণ। এরই মাঝে রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই গ্যাস সংকট পুরোনো সমস্যা হলেও গত কয়েক সপ্তাহ ধরে অনেক এলাকার বাসিন্দাদেরই রান্না করতে হচ্ছে মধ্যরাতে।
ঘরের রান্না থেকে শুরু করে শিল্প কারখানা, সিএনজি স্টেশনে গ্যাসের অভাবে ভুগছেন ভোক্তারা। এমন সংকটে কোনো সুরাহা পাচ্ছে না ভোক্তারা।
ভোক্তাদের অভিযোগ, কয়েক মাস ধরে গ্যাস সংকট থাকলেও জানুয়ারী এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অনেক এলাকায় সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যস্ত গ্যাস চুলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে জ্বালানি নেওয়া যাচ্ছে কম। ফলে বারবার যানবাহনগুলো দাঁড়াতে হচ্ছে গ্যাসের লাইনে।
এদিকে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তবে এলএনজি টার্মিনালে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।
দ্রুত কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে কাজ চলছে বলেও পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।