বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন    ডারবানে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা     অনেক চাপে রয়েছেন এমবাপ্পে: বেলিংহাম     আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস    ফ্যাসিবাদ যেকোনো সময় ফিরে আসতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের    হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা    টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২৫০০ কোটি   
রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে গ্যাস সংকট
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন

প্রচণ্ড শীতে নাজেহাল জনসাধারণ। এরই মাঝে রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই গ্যাস সংকট পুরোনো সমস্যা হলেও গত কয়েক সপ্তাহ ধরে অনেক এলাকার বাসিন্দাদেরই রান্না করতে হচ্ছে মধ্যরাতে। 

ঘরের রান্না থেকে শুরু করে শিল্প কারখানা, সিএনজি স্টেশনে গ্যাসের অভাবে ভুগছেন ভোক্তারা। এমন সংক‌টে কোনো সুরাহা পাচ্ছে না ভোক্তারা। 

ভোক্তা‌দের অ‌ভি‌যোগ, ক‌য়েক মাস ধ‌রে গ্যাস সংকট থাকলেও জানুয়ারী এই  সমস্যা প্রকট আকার ধারণ ক‌রে‌ছে। অ‌নেক এলাকায় সকাল সাতটা থে‌কে বি‌কেল চারটা পর্যস্ত গ্যাস চুলায় গ্যাস সরবরাহ বন্ধ থাক‌ছে। 

রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে জ্বালানি নেওয়া যাচ্ছে কম। ফলে বারবার যানবাহনগু‌লো দাঁড়াতে হচ্ছে গ্যাসের লাইনে। 

এদিকে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জা‌নি‌য়েছে, মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

তবে এলএনজি টার্মিনালে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।

দ্রুত কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে কাজ চলছে বলেও পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft