বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের   
তৃতীয় স্তরের ক্লাবের বিপক্ষে কষ্টের জয়ে শেষ আটে বার্সা
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বার্সার। লা লিগায় শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে তারা। ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তাদের অবস্থান চারে। শীর্ষে থাকা দলের তুলনায় ৮ পয়েন্ট পিছিয়ে। তার ওপর গত ১৫ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরে বছরের প্রথম শিরোপা জয় থেকে বঞ্চিত হতে হয়েছে। 

শুধু হার বললে ভুল হবে। এল ক্লাসিকোর লড়াইয়ে একপেশে খেলেছে মাদ্রিদিস্তারা। জয়ের ব্যবধান ৪-১। এরপর আজ কোপা দেল রের শেষ ষোলোতে ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কার বিপক্ষে মাঠে নামে জাভি হার্নান্দেসের দল।

তবে সহজ প্রতিপক্ষ পেয়েও হোঁচট খেতে বসেছিল বার্সা। প্রথমে গোল হজম করে পরে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

সালামাঙ্কা ঘরের মাঠে শুরুতেই উল্লাসে মাতে। ৩১তম মিনিটে বার্সার জালের পাশাপাশি বুকেও কাঁপন ধরিয়ে দেন আলভারো গোমেস। ম্যাচে পছিয়ে পরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জাভির শিষ্যরা।

শুরু থেকেও বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিলো না কাতালানরা। অনেক চেষ্টার পর বিরতিতের আগ মুহূর্তে বার্সাকে সমতায় ফেরান ফেরান তোরেস। প্রধমার্ধের বাকি সময় আর গোলের দেখা না পেলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল। 

বিরতি থেকে এসও ল দখলে এগিয়ে থেকে আক্রমন চালিয়ে যায়। কিন্তু ইউনিয়নিস্তাসের মাঠ ক্যাম্পো দে ফুটবল রেইনা সোফিয়াতে তারা যেন গোলবারটাই খুঁজে পাচ্ছিল না। অবশেষে ৬৯ মিনিটে কুন্দের গোলে লিড নেয় স্প্যানিশ ক্লাবটি। চার মিনিট ব্যবধানে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে নেন বালদে। 

ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না পেলে স্বস্তির জয় নিয়ে মাঠে ছাড়ে জাভি হার্নান্দেসের শিষ্যরা। এই জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো কাতালানরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft