বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন    ডারবানে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা     অনেক চাপে রয়েছেন এমবাপ্পে: বেলিংহাম     আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস    ফ্যাসিবাদ যেকোনো সময় ফিরে আসতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের    হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা    টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২৫০০ কোটি   
এনআইডি সংশোধন করতে অনলাইন আবেদনে ১৫ ফাইল দিতে হবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৯:২৫ অপরাহ্ন

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে আবেদনকারীকে ১৫ ধরণের ফাইল আপলোড করতে হবে। অন্যথায় সেই আবেদন গ্রহণ করবে না নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ জানুয়ারি) এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। এনআইডি শাখার সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন করার সময় অনেকে অনলাইনে আবেদন করেন আবার অনেক ক্ষেত্রে ভোটারের আবেদন উপজেলা নির্বাচন অফিস হতে এন্ট্রি করা হয়। এক্ষেত্রে সংশোধনের আবেদন অনুমোদনকারী কর্তৃপক্ষের অনেক সময় আরও ডকুমেন্ট প্রয়োজন হয়, যা চেয়ে ভোটারকে মেসেজ পাঠানো হয় এবং এনআইডির স্ট্যাটাস অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়ার্ড/সেন্ড ব্যাক টুক সিটিজেন করা প্রয়োজন হয়।

এক্ষেত্রে যদি কোনো আবেদনের ক্ষেত্রে দেখা যায়, আবেদনকারী ১৫টি ফাইল আপলোড করেছে শুধুমাত্র সেক্ষেত্রেই অনলাইনে আবেদনসমূহের স্টেটাস সেন্ড ব্যাক টুক সিটিজেন না দিয়ে অ্যাডিশনাল ডকুমেন্ট রিকোয়ার্ড না দিয়ে দিতে হবে।

এছাড়া সেন্ড ব্যাক টু সিটিজেন স্টেটাসে দেওয়া আবেদনসমূহের ক্ষেত্রে ভোটারকে অনলাইনে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যায় অথবা অ্যাকাউন্ট করার সময় অন্য কারও মোবাইল নাম্বার দেওয়া হয়ে থাকে সে ক্ষেত্রে ‘পাসওয়ার্ড ভুলে গেলে বাটনে’ ক্লিক করলে নতুনভাবে পাসওয়ার্ড সেট করা যাবে ও নতুনভাবে মোবাইল নম্বর দেওয়া যাবে। তাই পাসওয়ার্ড ভুলে গেছে/ অন্যজনের মোবাইল নাম্বার দেওয়া আছে ইত্যাদি কারণে ভোটার তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে না এ বিষয় গ্রহণযোগ্য নয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft