শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন

মেহেরপুরের মুজিবনগরে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে ওয়াজেদ আলী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর পুকুর পাড়ার মৃত আবদুল্লাহ’র ছেলে। ট্রলিচালক আজিজুলও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দারিয়াপুর বিজিবি ক্যাম্প সড়কে কৃষক ওয়াজেদ নিজের জমি ধান মাড়াই শেষে সড়কে তুলছিলেন। এসময় পেছন দিক তারই প্রতিবেশী আজিজুল ইসলাম ট্রলি নিয়ে তার জমিতে যাচ্ছিলেন। ট্রলিচালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি ওয়াজেদকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরতর জখম হন ওয়াজেদ। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক নাজমুস সাকিব জানান, তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা গেছেন।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন,  ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft