প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ন

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।
বুধবার (১৬ মার্চ ) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ভুমিহীন গৃহহীন পরিবারের ঘর পরিদর্শন করেন তিনি।
ইউএনও জানান, তৃতীয় পর্যায়ে উপজেলায় এ প্রকল্পের অধীনে জমিসহ মোট ৩১৮টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমি সহ গৃহ প্রধান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর রহমান,সমাজসেবা অফিসার রুহুল আমিন,ইউপি সদস্য আবুতাহের প্রমুখ।
উপকার ভোগী পরিবার সকলেই প্রধানমন্ত্রী এই উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।