প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা করেছেন। গতকাল ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান, সহকারী কমিশনার ভুমি নাজমুল হুসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমুখ।
এসময় উপজেলার বাজারগুলোর রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ,সদরে যানজট দুরিকরণ,মুক্তিযোদ্ধা ম্যুরালের চারপাশের সৌন্দর্য্য বর্ধনসহ আগামী ১৭ মার্চ ২৫ মার্চ ২৬ মার্চ উপলক্ষে ও উপজেলার সার্বিক আইন পরিস্থতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।