প্রকাশ: রোববার, ১৭ জুলাই, ২০২২, ৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৭ জুলাই, ২০২২, ৭:৪৯ অপরাহ্ন

সোশাল মিডিয়া থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়া ক্যাটরিনা কাইফ অবশেষে নিজের জন্মদিনে আবার ফিরে এসেছেন। বিয়ের পর প্রথম জন্মদিনটি স্বামী ভিকি কৌশল, অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, ভাইবোনসহ অন্যদের সঙ্গে নিয়ে উদযাপন করেছেন মালদ্বীপের সমুদ্র সৈকতে। গতকাল শনিবার বিশেষ এই দিনটিতে সবার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্যাট। শনিবার ৩৮ বছর পূর্ণ করেছেন ক্যাটরিনা।
এনডিটিভি জানিয়েছে, ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সৈকতে জন্মদিন উদযাটনের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘জন্মদিন ওয়ালা দিন’। ছবিতে অভিনেত্রীকে তার ‘গার্ল গ্যাংয়ের’ সঙ্গে পোজ দিতে দেখা গেছে। ক্যাটের সঙ্গে আছেন, ভিকি কৌশল, তার ভাই সানি কৌশল ও তার প্রেমিকা র্শবরী বাগ, অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, ক্যাটের বোন ইসাবেলসহ কয়েকজন। ছবি পোস্টের পর শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন বলিউডে ক্যাটের সহশিল্পী, পরিচালক এবং শুভাকাঙ্ক্ষীরা।
অভিনেত্রী নেহা ধুপিয়ার মন্তব্য, ‘সানসাইন গার্ল’। নায়িকা প্রীতি জিনতা লিখেছেন “শুভ জন্মদিন সুইটি।” “শুভ জন্মদিন ক্যাটরিনা, একটি সুন্দর দিন” লিখে শুভেচ্ছা জানান পরিচালক অভিষেক কাপুর। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও ক্যাটকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন। আনন্দ-উচ্ছ্বাসের ছবি পোস্ট করেছেন ইসাবেল ও ইলিয়ানাও।
ক্যাটরিনার অন্তঃসত্ত্বা বলে গুঞ্জন চলছে, তা নিয়ে চর্চা চলছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে। ক্যাটরিনা বেশ সক্রিয় থাকেন সোশাল মিডিয়ায়। কিন্তু গত ২৫ মের পর থেকে উধাও ছিলেন নেট জগতে। তা তার মা হওয়ার গুঞ্জনকে আরও উসকে দেয়। তবে এবার ছবি পোস্ট করার পর সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন ক্যাট।
-জ/আ