প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
"নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার" শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫।
আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরে ওয়াকাথন, মুক্তআড্ডা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তআড্ডা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুনর রশীদ প্রমুখ। এর আগে একটি বর্নাঢ্য ওয়াকাথন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌরসভার সামনে গিয়ে শেষ হয় ।