প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন
বিশ্ব ইজতেমা মাঠে হামলায় চারজন নিহতের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ সাদপন্থীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ওলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে এসব কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর-রাজারামপুরের মারকাজ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, তাবলীগ জমায়াতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বিশ্ব ইজতেমা মাঠে বর্বরোচিত হামলা চালিয়ে চারজনকে হত্যা ও শতাধিক মুসল্লীকে আহত করেন।
সাদপন্থীদের ভারতীয় এজেন্ট উল্লেখ করে তারা বলেন, সারাদেশে সাদপন্থীদের জমায়েত নিষিদ্ধ করতে হবে। অন্যথায় ইসলামপ্রিয় মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আলী আশরাফ, আলী আকবরসহ অন্যরা। পরে চাঁপাইনবাবগঞ্জে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।