বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ব্যাংকের ১৮০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশবন্ধু গ্রুপ    জানা গেলো বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান    ভারতকে দেওয়া চিঠির জবাব আমরা এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা    নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা    সৌদিতে ভয়াবহ বন্যায় রেড এলার্ট জারি    সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার    লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া   
ছিনতাই প্রতিরোধে কঠোর নির্দেশনা ডিএমপির
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:২৮ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। এ কারণে ছিনতাই প্রতিরোধে তৎপর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে আগের দিন সকাল ৮টা থেকে গতকাল সোমবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে স্বীকার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএম নজরুল ইসলাম বলেন, ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৯৩ ছিনতাইকারীকে। এর মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৮, মতিঝিল বিভাগে ১৪, লালবাগ বিভাগে ২৬, ওয়ারী বিভাগে ১০, তেজগাঁও বিভাগে ১৯, মিরপুর বিভাগে ৪, উত্তরা বিভাগে ৮ জন ও গুলশান বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার আরও বলেন, ছিনতাইপ্রবণ এলাকা ও জড়িতদের চিহ্নিত করতে মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। গভীর রাতেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে দূরপাল্লার গাড়ির যাত্রী, যারা গভীর রাত বা শেষ রাতে ঢাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। তাই ওই সময়ে পুলিশের ভ্রাম্যমাণ টহল যাতে ঠিকঠাক কাজ করে সে জন্য মাঠ থেকে তদারকি করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


পুলিশ আসামি ধরে আদালতে পাঠালে জামিন হয়ে যায়। তাই ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে ব্যাপারে বিচার বিভাগের উপপুলিশ কমিশনারের মাধ্যমে আদালতকে অনুরোধ করবেন বলে জানান নজরুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft