মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের    ন্যাশনাল মেডিকেলে হামলায় ‘১০ কোটি টাকার’ ক্ষতি    হঠাৎ শিক্ষার্থীদের ভিড় পরীমণির বাড়ির সামনে!    অ্যাডেলের বিদায়ী ভাষণ    দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান    রণক্ষেত্রে পরিণত পাকিস্তানের ইসলামাবাদ    শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন   
আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজদের
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই ব্যর্থ বাংলাদেশ দল। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।

আজ হালনাগাদকৃত আইসিসি র‍্যাংকিংয়ে দেখা যায়, ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৫২। ৩৮.৬৬ গড় ও ৫৭.৬৬ স্ট্রাইকরেটে আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন ১১৬ রান। বোলিংয়ে ৪.১০ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন তিনি।


আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ১১ ধাপ, আছেন ২৪ নম্বরে। এটি তার ক্যারিয়ারসেরা অবস্থান। প্রথম ম্যাচের পর চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়েছেন, আছেন ৩০ নম্বরে। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ এগিয়েছেন ১০ ধাপ। তার বর্তমান অবস্থান ৪৪তম।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ৮ নম্বর পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয়নি। ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেয়েছেন। ৮২৫, ৭৬৫ ও ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম তিনে বাবর আজম, রোহিত শর্মা ও শুভমান গিল।

পেসার শরীফুল ইসলাম নেমে গেছেন ১০ ধাপ (৩৪ নম্বরে)। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ৬ ধাপ (৩৭ নম্বরে)। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া স্পিনার নাসুম আহমেদ বোলারদের র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। ৪৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭২তম স্থানে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাজমুল হোসেন শান্ত   মেহেদী হাসান মিরাজের  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft