সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

বালিয়াকান্দিতে গৃহবধূর লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত সালমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। সে দুই সন্তানের জননী। 

প্রায় ১৬ বছর আগে পারিবারিকভাবে একই ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে আকামদ্দির সঙ্গে বিয়ে হয়। গত ৫/৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

ইসলামপুর ইউপি মেম্বার ছুরাফ হোসেন জানান, নিহত সালমার সঙ্গে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে থাকতেন। সালমা আক্তার গতকাল বাবার বাড়ি আসেন। রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে। নানা বাড়িতে  না পেয়ে ফেরার পথে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভিতরে খুঁজতে গিয়ে মায়ের লাশ দেখে। পরে পুলিশে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, গতরাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft