বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন

নাটোরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার(২৯ অক্টোবর) রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার তেবাড়িয়া নারায়ণপাড়া এলাকার নির্মানাধীন শান্তি ফিলিং স্টেশনের উত্তর পার্শ্বে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুবপুর ইউনিয়নের বাদুরিয়া এলাকার বাসিন্দা মো. জাহিদ হাসার বিপ্লব(৩২), শ্যামপুর গোয়ালপাড়া থানার কাটাখালী এলাকার মো. সোহেল রানা রাজিব(২৭) এবং কাটাখালী থানার কাকাইল কাটি এলাকার মো. আনোয়ার হোসেন আনারুল(৪২)।

নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নারায়ণপাড়া এলাকার নির্মানাধীন শান্তি ফিলিং স্টেশনের মহাসড়কে একটি চেকপোস্ট পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কতিপয় ডাকাত মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে ওই স্থানে সমাবেত হলে পুলিশ অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় চাইনিজ কুড়াল, যার বাট এসএস পাইপ, একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরী হাসুয়া, প্লাষ্টিকের চাকু, একটি স্টীলের তৈরী কাটার ব্লেডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft