রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন

লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহা সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মুসা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ওই সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। 

নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী বেপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে। 

স্থানীয়রা জানায়, সড়কের পাশেই মুসাদের বাড়ি। সকাল সাড়ে ৮ টার দিকে মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে লক্ষ্মীপুর-রায়পুর সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মাল বোঝাই (চট্ট মেট্রো-ট-১১-৭৮৯৩) ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার সাথে মুসার দেহ পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। 

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft