বুধবার ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
 

জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান হলেন মোখলেস উর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (০৯ অক্টোবর) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।

পৃথক প্রজ্ঞাপনে সরকারের সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জীবন বিমা করপোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। 

এছাড়া অপর এক আদেশে বিশেষায়িত কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আলীম আখতার খানকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft