মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ ১১ ভাদ্র ১৪৩২
 

নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গের দায়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নিষেধাজ্ঞার কারণে তিনি আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না।

আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণেই মার্টিনেজকে এমন নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানা গেছে, আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।

৩২ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষক গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচের পর প্রথম ঘটনাটি ঘটান।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি, যেমনটা করেছিলেন কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের পর গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে।

দ্বিতীয় ঘটনাটি ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরায় ধাক্কা দেন মার্টিনেজ। ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন, মার্টিনেজ তাকে শারীরিকভাবেও আঘাত করেছেন।

মার্টিনেজের এমন আচরণের পর শাস্তি আরোপ করেছে ফিফা। যার ফলাফলস্বরূপ মিলেছে দুই ম্যাচের এই নিষেধাজ্ঞা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft