শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

হার্ট অ্যাটাক করে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শনিবার গভীর রাতে তিনি অসুস্থবোধ করেন। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তাঁর হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু তৎকালীন সরকার তাঁকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। এছাড়া কারামুক্ত হবার পরও তাঁর পাসপোর্ট আটকে রাখা হয়। এ কারণে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।

সাকিব আনোয়ার রোববার বেলা ১১টায় সমকালকে জানান, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। আরও ৩৬ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন তিনি। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft