বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ নামে ট্রাক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক ও বাসের চালক।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক শ্রমিক রফিক শেখ মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের বাসিন্দা। 

আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রামের ট্রাক চালক মো. মুন্নাফ ও ঢাকার সাভার উপজেলার নয়ানগর কুন্দ্রা এলাকার সেলফি বাসের চালক মো. নুর হোসেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল দাস জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক রফিক শেখের মৃত্যু হয়। 

তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত হন ট্রাক চালক মুন্নাফ ও বাসের চালক নুর। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও বাসকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft