শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

হাতীবান্ধায় ধুুবনী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

দুর্নীতি, বিভিন্ন অনিয়ম ও অর্থলোপাটের অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা ধুবনী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আয়নুল হক মন্ডলের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
  
আজ রবিবার দুপুরে হাতীবান্ধা-বড়খাতা আঞ্চলীক মহাসড়কে মাদ্রাসার গেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন হয় অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু হারেজ, সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, প্রধান শিক্ষক আয়নুল হক মন্ডল এককভাবে সবকিছু করে। কোন রেজুলেশন ছারা প্রতিষ্ঠানের মাঠে থাকা বেশ কয়েকটি গাছ বিক্রি করেছে। একজন শিক্ষক থাকাতে আর একজন শিক্ষক নিয়োগ দেন গোপনে। সহকারী শিক্ষদের সাথে খারাব আচরণ করেন। প্রতিষ্ঠানে আসলেও হাজিরা খাতায় স্বাক্ষর দিতে দেননা। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার হিসাব দিতে ব্যর্থ হয়ে ৮৭ হাজার টাকা প্রতিষ্ঠানে ফিরৎ দিতে চেয়ে একটা অঙ্গিকার নামা দেয় কিন্তু সে টাকা আজও পর্যন্ত ফিরত দেয়নি। তাই আমরা প্রধান শিক্ষক আয়নুল হক মন্ডলের পদত্যাগ চাই।

এ বিষয়ে ধুবনী দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আয়নুল হক মন্ডল বলেন, একটা ননএমপি প্রতিষ্ঠান যেখানে বিল বেতন নাই সেখানে কিভাবে অর্থ আত্মসাৎ হয় আমার বুঝে আসেনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft