বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

কাপাসিয়ায় নারী-শিশু ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৫:১৯ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহামদ এর বিচার দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে ঐক্যবদ্ধ নারী সমাজ।

আজ রোববার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় অর্ধশত নারী ঐ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ-মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস।

সুত্রে জানা যায়, ওই এলাকার এক নারীর শ্লীলতাহানির অভিযোগে বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে থানা পুলিশ। অপরদিকে এক কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০২২ সালে ৩১ আগষ্ট দায়ের করা একটি মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাসুদসাখাওয়াত হোসেন প্রধান এখন পলাতক রয়েছেন। তিনি রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তারের ছেলে।

এ-সময় দুই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ঐক্যবদ্ধ নারী সমাজ ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft