বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 

কাশিয়ানিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৪:৫১ অপরাহ্ন

জেলার  কাশিয়ানীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে অর্ণব বিশ্বাস নামে ১৬ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কাশিয়ানী থানা  পুলিশ।

গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে নিজ বসতঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। নিহত শিশু একই গ্রামের সচীন বিশ্বাসের ছেলে।

শিশুর পরিবার ও এলাকাবাসী জানান, গত বুধবার দুপুরে মা মাধুরী বিশ্বাস শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে টিউবওয়েলে গোসল করতে যান। এসে দেখেন শিশু অর্ণব ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি ওই শিশুটির। সন্ধ্যায় শিশুর বাবা সচীন বিশ্বাসের মোবাইল ফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় শিশুটির বিনিময়ে। 

অনেক অনুরোধের পর ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করে দেন শিশুর বাবা। তবু শিশুকে ফিরে না পেয়ে ওইদিন বিকেলে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার ভোরে পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় নিহতের স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করে। 

কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে।লাশের ময়নাতদন্ত গোপালগঞ্জ  ২৫০ বেড হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft