রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
 

ফরিদপুরে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

ফরিদপুরে পুলিশের সাথে কোটা  আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে পুলিশ ও ছাত্রসহ আহত হয় বেশ কয়েকজন। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ‌

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজের ওই দিক থেকে কোটা আন্দোলনকারীরা শহর অভিমুখে রওনা দেয়। তারা শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীর উপস্থিত হয়। পুলিশ, আ.লীগ এবং কোটা আন্দোলনকারীদের সঙ্গে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কোটা আন্দোলনকারীরা পিছু হটে আবার ফরিদপুর মেডিকেল কলেজের ভিতরে অবস্থান নেয়। 

উভয়পক্ষের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft