শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

নাটোরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন

নাটোরে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে পাঁচশ' পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার(৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায়  যাত্রীবাহি একটি বাসে তল্লাশীর চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের উত্তর বড়গাছা (জোলারপাড়) এলাকার নাজিম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন(২৪) এবং একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে হাসিবুল হাসান হিমেল (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের হরিশপুর বাইপাস এলাকায় গেয়েন্দা পুলিশের একটি দল চেকপোষ্ট পরিচালনা করা হয়। এসময় রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে সাব্বির ও হিমেল নামে দুই যুবকের কাছ থেকে পাঁচশ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft