শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

আর্জেন্টিনার জয় উদযাপনে পথে নামলেন মেহজাবীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১:১৩ অপরাহ্ন

কোপা আমেরিকার ফাইনালে জয় পেয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় মেসিবাহিনী। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এই জয় উদযাপন করলেন পথে নেমে।

প্রিয় দলের জয়ের পর যুক্তরাষ্ট্রের খোলা আকাশের নিচে ধূসর কালারের টি-শার্ট গায়ে মিষ্টি হাসিতে অনুরাগীদের মাঝে ধরা দেন মেহজাবীন। ফেসবুকে প্রকাশিত রিললসে তাকে বেশ উচ্ছ্বসিত দেখায়।

ফুটবল দেখায় দেশীয় তারকাদের এই উচ্ছ্বাস নতুন কিছু নয়। মেহজাবীন থেকে শুরু করে বেশির ভাগ তারকাই বিভিন্ন দলকে সমর্থন করে থাকেন। বিশ্বকাপ এলে তো ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়ে যায়।

এর আগে কোপা আমেরিকার প্রিয় দলের খেলা দেখতে মাঠে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মেহজাবীন। সেসময় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন— ‘আজকে কে জিততে পারে?।’ ছবিতে তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি।

এবার যুক্তরাষ্ট্রের রাস্তায় আর্জেন্টিনা জয় উদযাপন করতে দেখে স্পষ্টই বোঝা গেল এই দলের কত বড় ভক্ত ছোট পর্দার বড় তারকা মেহজাবীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft